ঢাবি ছাত্রীর ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন

ইলমা চৌধুরী মেঘলা
ইলমা চৌধুরী মেঘলা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা। ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের পাটানটুলায় চলে গেছেন। 

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, মরদেহ থেকে ভিসেরাসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলসানারা বানু। এতে উল্লেখ করেন, মৃতদেহের ওপরের ঠোঁটে কালচে জখম, নাকে আঘাতের চিহ্ন ও কালচে শিরা জখম বিদ্যমান। এছাড়া ঘাড়ে লম্বলম্বি কালচে জখম, গলার উপরি ভাগে থুতনিতে কালচে জখম, পিঠের ডান পাশে কালচে জখম রক্ত জমাট, বাম পায়ের বুড়ো আঙুলে ছিলা জখম। দুই পায়ের হাঁটুর নিচে কালচে জখমের চিহ্ন আছে। ডান ও বাম হাতের আঙুলে কাটা ছেঁড়া জখম আছে। 

এছাড়া ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা একটি ওড়নাও আলামত হিসেবে উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে সুরতহালে। 

এর আগে গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে ইলমার মৃতদেহটি উদ্ধার করে বনানী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।


সর্বশেষ সংবাদ