দেশের জন্য অবদান রাখা সিংহভাগই ঢাবি শিক্ষার্থী: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:১৮ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৫২ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যারা দেশের জন্য অবদান রাখছেন তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের চতুর্থ দিনের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যেখানেই থাকেন না কেন, আপনারা যেন উদাহরণ হয়ে থাকতে পারেন এটাই প্রত্যাশা।
তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে, রাষ্ট্রভাষা থেকে শুরু করে সব অর্জনের মূল চালিকাশক্তিই হল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় দেশকে আলোকবর্তিকা হিসেবে সবসময়ই পথ দেখিয়েছে।
মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি রয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য যা কিছুই দেখি, তার অধিকাংশ ক্ষেত্রেই এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে, এটাই আমরা হৃদয়ে ধারণ করি।
পাকিস্তান শাসনামলের স্মৃতিচারণ করে মন্ত্রী আরও বলেন, ষাটের দশকের শেষের দিকে জগন্নাথ কলেজে যখন আমরা পড়তাম তখন সবাই আমাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসতো আন্দোলন করতে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় আন্দোলনসমূহের প্রাণকেন্দ্র। তখন থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দূর্বলতা কাজ করছিল।