ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যুবকের উপস্থিতি, শংকায় ছাত্রীরা

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত দুই যুবক
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত দুই যুবক   © টিডিসি ফটো

সাম্প্রতিক দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের সংখ্যা বেড়েই চলছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

রবিবার ( ১৪ নভেম্বর) ঢাবি সমাজ বিজ্ঞান অনুষদের মূল ফটকের সামনে (পশ্চিম পার্শ্বে) দু’জন তরুনকে অস্বাভাবিক অবস্থায় বসে থাকতে দেখা যায়। এ সময় ঢাবি ক্যাম্পাসে তাদের আগমন ও অবস্থানের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে নিজেদেরেকে আশ্রয়হীন বলে দাবি করেন তারা।

এ নিয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজজোহরা এলি বলেন, ‘আমাদের ক্যাম্পাস আমাদের প্রাণ। অথচ, ক্যাম্পাসে প্রতিনিয়ত আমাদের শংকায় চলতে হচ্ছে। আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না, টিউশনি কিংবা ক্লাসে যাওয়া-আসার সময় আমাদের মধ্যে ভয় কাজ করছে। বহিরাগতদের উপস্থিতি অসহনীয় মাত্রায় পৌঁছানোর কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একা একা যেতে পারি না। এ মুহূর্তে যথাযথ পদক্ষেপ না নিলে এ পরিস্থিতি আরও প্রকট হবে।’

আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানি তামান্না বলেন, ‘ ক্যাম্পাসকে বহিরামুক্ত করা এটা সব সময়ের দাবি। অথচ, আমাদের ক্যাম্পাস দিন দিন গুলিস্তানের মতো হয়ে যাচ্ছে। বহিরাগতদের উপস্থিতি দিন দিন বাড়ছে। আর তাদের দ্বারা আমরা মেয়ে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি হেনস্তা ও নির্যাতনের শিকার হই। ক্যাম্পাসে এ অবস্থা চললে আমরা যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারি। তাই কোনো অঘটন ঘটার আগেই দ্রুত ব্যবস্থা নেয়া হোক।’

ঢাবির আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাবিতে আগে বহিরাগত শিশুদের উৎপাত ছিলো। কিন্তু এখন প্রাপ্তবয়স্ক বহিরাগতও লক্ষ্য করা যাচ্ছে, যাদের অধিকাংশকেই মাদকাসক্ত মনে হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগে এখনই এদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হোক।’

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম. গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এদেরকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়া হবে। আমরা এ বিষয় কেন্দ্রিক অলরেডি কাজ শুরু করেছি। আমাদের মোবাইল টিম এবং পুলিশ যৌথভাবে টহল দেয়া ও মাইকিং করাসহ প্রয়োজনীয় সবধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence