ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্টে মারামারি (ভিডিও)

এ ঘটনায় হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি
এ ঘটনায় হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি  © টিডিসি ফটো

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে ‘সহিংসতার বিরুদ্ধে কনসার্ট’ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা ধরনের শৈল্পিক পরিবেশনা নিয়ে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেন।

এদিকে, কনসার্ট চলাকালীন সময়ে দর্শক সারিতে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি  ও মারধরের ঘটনা ঘটেছে। তবে আয়োজক কমিটির সদস্যদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাকে নিয়ন্ত্রণে আসে এই ঘটনার। এতে হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, দর্শক সারির মাঝামাঝি স্থানে বসা নিয়ে কিছু যুবক মারামারিতে জড়ায়। তবে তা বড় আকারে ধারণ করার আগে এই আয়োজনে দায়িত্বে থাকা কয়েকজন ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, আয়োজকরা জানিয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে একাত্ম হয়ে সাংস্কৃতিক প্রতিবাদ জ্ঞাপন করা।

“আমরা চাই এদেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হোক। এটাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।”


সর্বশেষ সংবাদ