ঢাকা বিশ্ববিদ্যালয়

টিএসসিতে শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন শুরু

১৪ অক্টোবরে শেষ হবে এ বিশেষ সুবিধা

টিএসসিতে অস্থায়ী এনআইডি নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
টিএসসিতে অস্থায়ী এনআইডি নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব নিয়মিত শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের দ্রুত এই সুবিধা দেওয়ার লক্ষ্যে অস্থায়ী এনআইডি নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাত দিনব্যাপী অস্থায়ী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ কেন্দ্রে সপ্তাহব্যাপী (৭-১৪ অক্টোবর পর্যন্ত) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি ছবি তোলা, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে।

এনআইডি না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে এখনো করোনা টিকার আওতায় আসতে পারেননি। তাঁদের সহযোগিতা করতেই নির্বাচন কমিশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি শুভক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটির (এনআইডি) গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। যেকোনো কাজের জন্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। এসময় সার্বিকভাবে সহযোগিতা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। ছয় হাজারের মতো শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করে এখনো এসএমএসের অপেক্ষায়। বাকিরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েব লিংকে টিকাবিষয়ক তথ্য এখনো দেননি। তথ্য না দেওয়া এ শিক্ষার্থীদের অনেকেরই এনআইডি নেই।

শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের নিয়মাবলী

এনআইডি কার্ড নেই এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধনের ওয়েব লিংকে services.nidw.gov.bd গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা ও একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

পূরণ করা ফরমটি প্রিন্ট করে শনাক্তকারী (ফরমের ৩৪ নং ও ৩৫ নং ঘর) ও যাচাইকারী (ফরমের ৪০, ৪১ ও ৪২ নং ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবি ও এনআইডি সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে।

এরপর বিশ্ববিদ্যালয়ের এই লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের একাডেমিক ই-মেইল দিয়ে লগইন করে ড্যাসবোর্ডে থাকা ‘এনআইডির জন্য নিবন্ধন করুন’ সেকশনে গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমসের মাধ্যমে ভোটার নিবন্ধন কেন্দ্রে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence