পরীক্ষায় কোনো দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি: ঢাবি প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে পরীক্ষা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি বলেন, সারাদেশের সব কেন্দ্রর প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু এবং সুন্দর পরীক্ষা হয়েছে। কোন দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।

এবারই প্রথমবারের মতো ঢাকাসহ রাজধানীর বাইরেও অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, এমন পরীক্ষা দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।

প্রক্টর গোলাম বলেন, আপনারা জানেন কলা ভবন এলাকা সবচেয়ে ব্যস্ততম জায়গা, কিন্তু সবচেয়ে নীরবতায় ও ডিসিপ্লিনে এখানে পরীক্ষা দিচ্ছে।


সর্বশেষ সংবাদ