ঢাবি শিক্ষার্থীরা অনেক সচেতন: উপাচার্য

অধ্যাপক ড. আখতারুজ্জামান
অধ্যাপক ড. আখতারুজ্জামান   © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা অনেক সচেতন। আমি দেখে আনন্দিত যে তারা আমাদের নির্দেশনা যথাযথ পালন করেছে। এজন্য শিক্ষার্থী এবং তাদের অভিভাকদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকেরা এসব কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য আরও বলেন, আমরা যেভাবে নির্দেশ দিয়েছি তারা সেভাবেই লাইব্রেরিতে এসেছে। শিক্ষার্থীদের এই দায়িত্বশীলতা সত্যিই প্রশংসার দাবি রাখে। আশা করছি শিক্ষার্থীদের মতো অন্যরাও দায়িত্বশীল আচরণ করবেন।

লাইব্রেরি পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাবি প্রক্টর  অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হল ভূঁইয়া  এবং গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সি।


সর্বশেষ সংবাদ