ঢাবিতে ভুয়া সনদে শতাধিক কর্মকর্তার পদোন্নতির আবেদন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ PM
কম্পিউটার দক্ষতা বিষয়ক ভূয়া সনদ দিয়ে পদোন্নতির আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা। কম্পিউটার সম্পর্কে তাদের জানাশোনা একেবারেই নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পদোন্নতির জন্য এক বছর মেয়াদী কম্পিউটার কোর্স সম্পন্নের বাধ্যবাধ্যকতা রয়েছে। অথচ এর আগেও অনেক কর্মকর্তা এমন সনদ দিয়ে পদোন্নতি নিয়েছেন বলে জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানী প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মনির হোসেন। এক বছরের কোর্সের সনদ দিয়ে তিনি পদোন্নতি নিয়েছেন। তাকে কম্পিউটার চালু করে দেখানোর অনুরোধ জানানো হলে তিনি তা পারেননি। তিনি বলেন, ‘সব কিছুই ইনশাআল্লাহ আমি পারি। এখানের কম্পিউটারে তো না, আমি বাসার কম্পিউটারে আমি কাজ করি।’
আরও পড়ুন: বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি দুর্ভাগ্যজনক অধ্যায় পার করছে: অধ্যাপক আবদুল লতিফ মাসুম
অপর কর্মকর্তা নায়না ফেরদৌসের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁর কার্যালয়ে গেলে তিনি সেখানে আসেননি। ফোন করা হলে নায়না ফেরদৌস বলেন, ‘সবাই মিলে আমরা শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি সংস্থা থেকে একটা ডিপ্লোমা করেছি।’
এবার শতাধিক কর্মকর্তা এক বছরের ভুয়া সনদ দিয়ে পদোন্নতির আবেদন করেছেন। যাদের বেশিরভাগই সনদ নিয়েছেন শাহবাগের আজিজ সুপার মার্কেটের কর্মযোগ সংস্থা থেকে। অথচ সেখানে গিয়ে দেখা যায়, ওই ঠিকানায় কোনো প্রতিষ্ঠানই নেই। বরং সেখানে এখন কাপড়ের দোকান। এক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে কর্মযোগ সংস্থা।
আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাকৃবি
ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘যিনি সার্টিফিকেট গ্রহণ করল, আর যারা সার্টিফিকেট প্রদান করল, তারা উভয় সমানভাবে অন্যায় করল।’
ভুয়া সনদ নিয়ে পদোন্নতির আবেদনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে বলে জানান ঢাবি উপাচার্য।