‘ঢাবি থেকে নিয়োগকৃত উপাচার্যদের কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে’

দিপঙ্কর তালুকদার
দিপঙ্কর তালুকদার  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংসদ সদস্য দিপঙ্কর তালুকদার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের গৌরব। এ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এটি আমাদেরকে আরো গৌরবান্বিত করার কথা। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত উপাচার্যদের কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সিনেট অধিবেশনে এসব কথা বলেন তিনি। আগামী ২০২১-২০২২ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপলক্ষে সিনেটের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এবারের বাজেটে ২৬৪ কোটি টাকা শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের বেতন, ২২৪ কোটি টাকা ভাতা, পণ্য ও সেবায় খাতে ১৬৮ কোটি টাকা, পেনশন বাবদ ১২২ কোটি টাকা, গবেষণামঞ্জুরি ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামালসহ সিনেট, সিন্ডিকেট, নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ