ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে পাঠ্যবই নির্ভর: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ‘উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা যে বিষয়গুলো পড়ে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তার ওপরই প্রশ্ন প্রণয়ন করা বাঞ্ছনীয়। সাধারণ জ্ঞানের নামে বাইরে থেকে প্রশ্ন করায় শিক্ষার্থীদের কোচিংয়ে নির্ভর করতে হয়। এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গ্রাম ও শহরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বৈষম্যের সৃষ্টি হয়। এজন্য আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে পাঠ্যবই নির্ভর।’

বুধবার (১১ নভেম্বর) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে উপাচার্য এসব কথা বলেন। এসময় ইরাবের নতুন কমিটির সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের জেষ্ঠ্য প্রতিবেদক শরীফুল আলম সুমনসহ সংগঠনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষাকেন্দ্রীক যে কোনো সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকি আমরা। ভর্তি পরীক্ষার ইউনিট নিয়ে যে আলোচনা এসেছে, আসলে এর শুরু হয়েছিল ২০১৮ সালে। এরপর নানা ফোরামে এর আলোচনা হয়েছে। সে ধারাবাহিকতায় ডিনস কমিটির সভায়ও আলোচনা হয়। এ বিষয়ে আরো পর্যালোচনার সুযোগ রয়েছে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

এসময় আগামী বছর থেকে স্নাতক ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিট তুলে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে জানিয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সম্প্রতি ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তুলে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেয়া হয়নি। বরং সভার রেজুলেশনে ‘চ’ ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence