রাবিতে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে সোচ্চারের স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ ৫ দফা দাবিতে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার (৭ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই, চুরি এবং শিক্ষার পরিবেশ নষ্টকারী নানা ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না—যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া, প্রশাসন থেকে নির্ধারিত খাবারের মূল্য তালিকা থাকার পরও অধিকাংশ দোকানদার তা মানছেন না; খাবারের মানেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

এরই প্রেক্ষিতে সোচ্চারের পক্ষ থেকে ৫টি দাবি জানানো হয়। সেগুলো হলো অতিদ্রুত ক্যাম্পাসে শিক্ষার্থী কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করতে হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ সম্ভব হয়। শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রক্টরিয়াল টিম গঠন করতে হবে, যারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।

ক্যাম্পাসে নিরাপত্তা ও প্রহরী কার্যক্রমে শিক্ষার্থীদের পার্ট টাইম ভিত্তিতে যুক্ত করার উদ্যোগ নিতে হবে—বিশেষ করে বহিরাগত বাইক ও যানবাহন নিয়ন্ত্রণে রাখতে। প্রক্টরিয়াল বডি ও ভোক্তা অধিকার সংস্থার যৌথ উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করতে হবে, যারা ক্যাম্পাসের খাবারের দোকানগুলো নিয়মিত পরিদর্শন ও মূল্য-মান যাচাই করবে। জরুরি প্রয়োজনে যে কোন সমস্যা সমাধানের জন্য ২৪ ঘণ্টা চালু থাকা একটি হেল্পলাইন নাম্বার চালু করতে হবে, যার দায়িত্বে থাকবে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রক্টরিয়াল টিম যাতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।

রাবি‌ শাখার সভাপতি সালমান সাব্বির বলেন, ক্যাম্পাসে ছিনতাই, চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত অনিরাপত্তার মাঝে দিন অতিবাহিত করছেন, যা একটি শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, শুধু নিরাপত্তা নয়, ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতেও অনিয়ম, অতিরিক্ত মূল্য এবং নিম্নমানের খাবার পরিবেশন এখন একটি নিত্যদিনের সমস্যা। এসব বিষয়ে প্রশাসনের নির্ধারিত নিয়মনীতি থাকলেও তার কার্যকর বাস্তবায়ন চোখে পড়ে না।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তাহফিম বলেন, ‘আমরা ‘সোচ্চার’-এর পক্ষ থেকে প্রক্টর স্যারকে পাঁচ দফা দাবির মাধ্যমে একটি নিরাপদ শৃঙ্খলাপূর্ণ এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের আহ্বান জানিয়েছি। আমাদের দাবি বাস্তবায়নের মাধ্যমে শুধু নিরাপত্তা নয়, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি দায়িত্বশীল প্রশাসনিক কাঠামো তৈরি করা সম্ভব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence