ছাত্রদল নেতার উদ্যোগ

টিয়া পাখির বাচ্চাদের নিরাপদ আশ্রয়ে ঢাবির গাছে কাঁটাতারের বেষ্টনী

টিয়া পাখির বাচ্চাদের নিরাপদ আশ্রয়ে ঢাবির গাছে কাঁটাতারের বেষ্টনী
টিয়া পাখির বাচ্চাদের নিরাপদ আশ্রয়ে ঢাবির গাছে কাঁটাতারের বেষ্টনী  © টিডিসি সম্পাদিত

গত দুই-তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মল চত্বরের একটি গাছে টিয়া পাখির বাচ্চাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপে লেখালেখি হয়। এতে বহিরাগতরা পাখির বাচ্চাগুলো চুরি করে নিয়ে নিয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করা হয়।

এ পরিস্থিতিতে আজ সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে পাখির বাচ্চাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেই গাছে কাঁটাতার দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দেওয়া হয়। এই বেষ্টনী এমনভাবে করা হয়েছে যাতে পাখিরা সহজে যাতায়াত করতে পারে, কিন্তু গাছ বেয়ে উঠে কেউ বাচ্চা চুরি করতে না পারে।

এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরেই গভীর উদ্বেগ লক্ষ্য করছি। শিক্ষার্থীদেরও দাবি ছিল দ্রুত যাতে পাখিদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদল সব সময় শিক্ষার্থী বান্ধব কাজে মনোযোগী ও প্রবল আগ্রহী। দ্রুত আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), মানিউল পাঠান শান্ত (গণযোগাযোগ বিষয়ক সম্পাদক) এমদাদ হোসেন, হাসিবুর রহমান সাকিব, সাফওয়ান তামিম, আবুজাফর গিফারী ইফাত, আবুজার গাফফারী, লুৎফর রহমান রানা, আবির হোসেন প্রমুখ।

সেই গাছে কাঁটাতারের বেষ্টনী দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে ফেসবুকের একটি গ্রুপে মো. ইয়াছিন নূরী নামে এক ছাত্র লেখেন, গাছে কাঁটাতার দোওয়া হয়েছে। এখন ওরা নিরাপদ।

এর আগে গত বছর ক্যাম্পাসে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল গড়তে বিভিন্ন গাছে মাটির হাড়ি বাঁধা হয়েছিল ছাত্রদলের এই নেতার নেতৃত্বে। সেসময় ক্যাম্পাসের প্রায় ২০০ গাছে মাটির হাড়ি বেঁধে দেওয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence