বহিরাগত নিয়ে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিল জাবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ওই বিজ্ঞপ্তিতে শুধু ‘বহিরাগতদের’ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে—বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কেউ এতে অন্তর্ভুক্ত নন।
গতকাল শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “গতকাল শনিবার নিম্নে সংযুক্ত প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করা হয়। উক্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে 'বহিরাগত' প্রবেশে প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা দেয়া হয়। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে প্রেস বিজ্ঞপ্তিটি পুনরায় প্রেরণ করা হলো। এতদ্বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।”
এর আগে ২ মে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ৩ মে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র বহনের অনুরোধ জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানিয়েছে, নির্বাচনী সময়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে চলাচলের উপর কড়াকড়ি আরোপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে আরও তৎপর থাকতে বলা হয়েছে।