চবিতে অনুষ্ঠিত হচ্ছে প্রো-মায়েস্ট্রস চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

উদ্যোক্তা মনোভাব ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল মার্কেটিং কেইস প্রতিযোগিতা প্রো-মায়েস্ট্রস চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল। আগামী বুধবার (৭ মে) ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রেজেন্টেশন প্রো’র উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হবে। 

আয়োজকেরা জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালা-ভিত্তিক প্রতিযোগিতাটিতে শুরু থেকেই সাড়া পেয়েছি। প্রায় ১৮০টির বেশি দল শুরুতে অংশ নিয়ে নিজেদের সেরা ভাবনা ও কৌশল দিয়ে প্রতিযোগিতায় জমজমাট লড়াই করেছে। যার প্রতিটি ধাপে ছিলো উত্তেজনা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন। ১৮০টি দল থেকে বাছাই পর্ব পেরিয়ে অবশেষে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে সবচেয়ে দক্ষ, সৃজনশীল ও প্রতিযোগিতামূলক শীর্ষ ৮টি দল। ফাইনাল থেকে নির্বাচন করা হবে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ দল, যারা সম্মিলিতভাবে পাবে প্রায় ত্রিশ হাজার টাকা পুরস্কার।

সাব-এক্সিকিউটিভ মোহাম্মদ সাজিদুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, প্রোমায়েস্ট্রস চ্যাম্পিয়নশিপ শুধু একটি প্রতিযোগিতা নয়। শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। যা আগামী দিনের উদ্যোক্তা ও কর্পোরেট নেতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ