জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদের নির্বাচনের প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনী সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তাই কোনো বহিরাগত ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানিয়েছে, নির্বাচনী সময়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে চলাচলের উপর কড়াকড়ি আরোপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে আরও তৎপর থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ