ঢাবির বন্ধ সুইমিংপুল পুনরায় চালু করার দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৯:০০ PM

গত বছরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে নেমে মুহাম্মদ সোয়াদ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরে তদন্তের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সুইমিংপুল। সোয়াদের মৃত্যুর এক বছর পরেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি সংশ্লিষ্টরা। ফলে এতদিন বন্ধ হয়ে পড়েছিল সুইমিংপুল।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় শাখা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা, বহিরাগতদের কাছে ভাড়া ও সময়সীমা কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও উপ-উপাচার্য সাথে আলোচনা করে দলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ৫ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা, সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করে দেওয়া, সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো আন্তরিক হওয়া, সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং ট্রেইনারের নিয়োগ বাস্তবায়ন করা।