শিক্ষার্থী পারভেজ হত্যা: ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), তিতুমীর কলেজ, রাজশাহী কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।
এছাড়া, পটুয়াখালী, গোপালগঞ্জে, পিরোজপুরসহ অন্যান্য জেলাতেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং সে গণঅভ্যুত্থানের নায়ক ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর যদি ছাত্রদলের কোনো নেতাকর্মীর উপর হামলা হয় তাহলে আমরা বাংলা সিনেমার সাবানার মতো ক্ষমা করে দেবো না৷ দেশনেতা তারেক রহমানের ভাষ্য অনুযায়ী আমরা ৩১ দফা পূরণের মাধ্যমে আমাদের প্রতিশোধ নিবো।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। এমন আচরণ আমরা ফ্যাসিবাদের হাতিয়ার ছাত্রলীগের আচরণে ও কাজে খুঁজে পেতাম। সন্ত্রাসীরা যে দলের, যে মতের হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, বিশ্বজিৎকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়েছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।
পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রসিদ বাপ্পি বলেন, ছাত্রদলের প্রতিটি কর্মী আমাদের ভাই। প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ছাত্রদল কর্মীর রক্তে রঞ্জিত হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই দোষীদের আইনের আওতায় আইনের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি।
তথ্য সূত্র: সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও জেলার দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা