ফিলিস্তিনের ৭০ ফুট পতাকা নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাবি শিক্ষার্থীরা

ফিলিস্তিনের পতাকা নিয়ে 
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাবি শিক্ষার্থীরা
ফিলিস্তিনের পতাকা নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাবি শিক্ষার্থীরা  © টিডিসি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের ৭০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে মিছিল নিয়ে সমাবেশ যোগ দিয়েছেন। আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেন।

এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরোধে এই প্রতিরোধভিত্তিক সমাবেশে সকালে অন্ধকার ঢাল ডাল হয়ে উঠলেও, ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে মানুষ ধীরে ধীরে একত্র হতে শুরু করেছে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত পূর্বের পরিকল্পনা ছিলামাত্র এই ‘মার্চ’ সম্পূর্ণ করার, তবে নতুন ঘোষণামতো বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত শুরু হয়।

পুরানা পল্টন, গুলিস্তানের জিপিও ও কাকরাইলের মোড়ে লোকজনকে একত্রিত হয়ে দেখা যাচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদল মোড়ে মোড়ে তল্লাশি চালিয়ে সতর্কতা অবলম্বন করছে। মাথায় কালো ব্যাচ পরা ব্যক্তি এবং হাতে কালো পতাকার প্রতিবাদ শনাক্ত হলে সেগুলো জব্দ করা হচ্ছে, যাতে সন্দেহভাজন সামগ্রী কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করে।

আরও পড়ুন: নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজের বিভাগ, ‍ক্ষুব্ধ শিক্ষার্থীরা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আহ্বান জানিয়েছেন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এ কার্যক্রমে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, যার নেতৃত্বে এই আয়োজনকে রাজধানীতে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর অন্যতম বৃহত্তম জনজমায়েতে রূপান্তরিত করার প্রত্যাশা প্রকাশ পেয়েছে। 

আয়োজকরা জানিয়েছেন, গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence