চবিতে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় ছায়া আইনসভা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৮ AM

আগামী ২৩-২৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস)।
নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) ও লিগ্যাল এমপাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি) এর উদ্যোগে আয়োজিত হবে দুই দিনব্যাপী জাতীয় ছায়া আইনসভা।
এই ছায়া আইনসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুব সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করবেন। এতে দুটি গুরুত্বপূর্ণ আইন—দুর্নীতি দমন ও অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন—নিয়ে আলোচনা, বিশ্লেষণ ও সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হবে। তাছাড়া দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এই ছায়া আইনসভায় যুব সংসদ সদস্য হিসেবে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ, ৬০ দিনের মধ্যে নির্বাচন
অংশগ্রহণকারীরা নীতি নির্ধারণের বিভিন্ন স্তর, আইনের ভাষা ও কাঠামোগত বিশ্লেষণ এবং সংসদীয় বিতর্কের কৌশল সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি, দেশের শীর্ষস্থানীয় আইনবিদ ও বিশেষজ্ঞদের সান্নিধ্যে থেকে তারা আইন ও বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে গভীরতর জ্ঞান লাভের সুযোগ পাবেন।
দুই দিনব্যাপী জাতীয় ছায়া আইনসভা অংশ নিতে এবং বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপটার বা লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ-এলইবি এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।