প্রায় ৫০ হাজার শিক্ষার্থী নিয়ে চবি ছাত্রশিবিরের ইফতার
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৪:৫৫ PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দাওয়াহ্ সংগঠন ‘মিনার’-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ-ইফতার কর্মসূচি শেষ হয়েছে। ১ম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে ইফতার করানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম করেছে সংগঠনটি।
প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র কুরআনের আলোকে দারস পেশ করা হয়। যেখানে ইসলামের মৌলিক শিক্ষাসমূহ, নৈতিকতা, আত্মশুদ্ধি ও সমাজ জীবনে কুরআনের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়।
ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং ছাত্রীদের জন্য আবাসিক হলসমূহে এই আয়োজন করা হয়। প্রতিদিন প্রায় ২ হাজারের অধিক ছেলে এবং প্রায় পাঁচশত মেয়ের উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন সাড়া ফেলেছে গোটা ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং এই কাজের প্রশংসাও করেছেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের আয়োজন এবারই প্রথম। কুরআনের আলোকে জীবনের সঠিক দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি সম্মিলিত ইফতার আয়োজন তাদের ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরও সুসংহত করেছে।’
মিনারের ভাইস চেয়ারম্যান ও চবি শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী জানান, পুরো রমজান মাস জুড়ে তারা শিক্ষার্থীদের জন্য কুরআনের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির কাজ করেছেন। কিছু শিক্ষার্থীদের ঈদ উপহার, হলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতারসহ বিভিন্ন কাজ করা হয়েছে। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে।