শিক্ষককে মারধর, ঢাবি সাদা দলের নিন্দা ও বিচার দাবি

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে এ ঘটনার বিচার দাবি করেছেন।

বিবৃতিতে জানানো হয়, প্রভাষক আদীব শাহরিয়ার জামান শুক্রবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দায়িত্ব শেষে মেট্রোরেল না থাকায় নিউমার্কেট থেকে ৩৬ নম্বর লোকাল বাসে উঠেন। মিরপুর-১০ এ ট্র্যাফিক সিগন্যালে দীর্ঘ অপেক্ষার পরও চালক ইচ্ছাকৃতভাবে বাস থামানোর চেষ্টা করেন। পরীক্ষার্থীদের অনুরোধেও চালক ও সহকারী বাস চালাতে গড়িমসি করলে ভুক্তভোগী শিক্ষক তাদের সতর্ক করেন।

শিক্ষকের প্রতিবাদের পর চালক ও সহকারী তাকে হুমকি দেন যে, মিরপুর-১১ স্টেশনে নামতে দেওয়া হবে না এবং শেষ স্টপেজে নিয়ে গিয়ে মারধর করা হবে। একপর্যায়ে শিক্ষক বাস থামাতে বাধ্য করলে চালক ও সহকারী বাস থেকে নেমে এসে তাকে বাঁশ দিয়ে আঘাত করে, লাথি মারে এবং তার গেঞ্জি ছিঁড়ে ফেলে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি। পরে চালক ও সহকারী দ্রুত বাস নিয়ে স্থান ত্যাগ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয়’ উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা নিরাপত্তাহীনতারই বহিঃপ্রকাশ। 

নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত বাসচালক ও সহকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে ফেরার পথে মিরপুর সুপার লিংকের এক বাস চালক ও হেল্পারের কাছে মারধর ও লাঞ্ছনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আদিব শাহরিয়ার জামান। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মিরপুর ১১ তে ওই শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে নিজ ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক। ঘটনাটি জানাজানি হলে চালক ও হেলপারের গ্রেফতারের দাবিতে মিরপুর সুপার লিংকের ৫টি বাস আটক করে রাখে শিক্ষার্থীরা। এরপর রাত ৮টার দিকে পল্লবী থানা পুলিশ বাস চালক ও হেলপারকে আটক করে।


সর্বশেষ সংবাদ