রাবি বিজনেস ক্লাবের ‘ক্যারিয়ার কম্পাস’ কর্মশালা শুরু ২২ ফেব্রুয়ারি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ AM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ AM

শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ক্যারিয়ার কম্পাস ৩৬০°- ক্যাম্পাস থেকে ক্যারিয়ার পর্যন্ত যাত্রা ম্যাপ করা’ শীর্ষক একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা আয়োজন করতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (আরইউবিসি)। আগামী ২২ ফেব্রুয়ারি আয়োজন করা হবে এ কর্মশালার।
এটি রাজশাহী অঞ্চলের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। রেজিস্ট্রেশন করে একজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। আগ্রহী শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থিত বুথ থেকে বা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আয়োজকরা বলছেন, ক্যারিয়ার কম্পাস ৩৬০° বিভিন্ন ক্যারিয়ারের পথ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করবে, যার মধ্যে কর্পোরেট ক্যারিয়ার, উচ্চশিক্ষা এবং উন্নয়ন খাত অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীরা কর্পোরেট জগতে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারবেন। উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। উন্নয়ন খাতে ক্যারিয়ারের মাধ্যমে কীভাবে পরিবর্তন আনা যায়, তাও জানতে পারবে।
কর্মশালাটি আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের মতো বিষয়গুলোসহ ব্যক্তিগত ও পেশাগত বিকাশের ওপরও মনোযোগ কেন্দ্রীভূত করবে।
এতে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইউটিউবার, ইন্টারনেট ব্যক্তিত্ব, অনলাইন শিক্ষাবিদ এবং টেন মিনিট স্কুলের প্রশিক্ষক সাদমান সাদিক, রাজশাহী বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক আসিফ খালেদ, টিচ ফর বাংলাদেশের নিয়োগ ও যুব সংহতকরণ বিভাগের সিনিয়র সহযোগী লুবনা আহমেদ।
অনুষ্ঠানে শিল্প পেশাদারদের সাথে প্রশ্নোত্তরসহ ইন্টারেক্টিভ সেশন থাকবে, যা শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের অন্তর্দৃষ্টি এবং ব্যাবহারিক পরামর্শ প্রদান করবে। অংশগ্রহণকারীরা তাদের ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য মূল্যবান সংযোগ অর্জনের সুযোগসহ সহকর্মী এবং শিল্প বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক করার সুযোগ পাবেন।
জানতে চাইলে রাজশাহী ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সভাপতি হাসিবুল হাসান প্রান্ত বলেন, ক্যারিয়ার কম্পাস ৩৬০° রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক চাকরির বাজারের জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনের একটি অনন্য সুযোগ।
আরো পড়ুন: ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্নপত্র মূল্যায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত
তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, সাদমান সাদিক এবং অন্যান্য বিশিষ্ট বক্তারা এ বছর আমাদের সাথে যোগ দিচ্ছেন, শিক্ষার্থীদের অমূল্য অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণা প্রদান করছেন। আমরা শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারের আকাঙ্ক্ষা অর্জনে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে ক্ষমতায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস। অনলাইনের মাধ্যমে সহজেই একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের লিংক হলো- https://forms.gle/mDcYDpNLXkTRx1Nu8
উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (আরইউবিসি) বিশ্ববিদ্যালয়ের বেশ পরিচিত ব্যবসা ক্লাব। বিভিন্ন পাঠ্যক্রম বহির্ভূত প্রোগ্রাম আয়োজনের জন্য তারা সুপরিচিত। তাদের লক্ষ্য হলো- শিক্ষার্থীদের ক্যারিয়ারের বিকল্প সম্পর্কে সচেতন করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সাথে তাদের অধিভুক্ত নেটওয়ার্কের সহায়তায় কর্মশালা, সেমিনার এবং প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে তাদের আকাঙ্ক্ষিত ক্যারিয়ারের দিকে পরিচালিত করা।