ঢাবি ম্যানেজমেন্ট অ্যালামনাই ও ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে কর্মশালা

দিনব্যাপী কর্মশালা
দিনব্যাপী কর্মশালা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘গ্র‍্যাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ ৫.০’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ক্লাবের নিজস্ব কার্যালয়ে ‘ক্যারিয়ার রোডশো ২০২৫’ শিরোনামে আয়োজিত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ইভেন্টটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম পর্বে ‘নেক্সট ইন ক্যারিয়ার’ সেশনে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আত্ম উন্নয়ন এবং চাকরির বাজারের বর্তমান চাহিদা সম্পর্কে দিকনির্দেশনা দেন এসিআই লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এইচআর) মোহাম্মদ শরীফুর রহমান মজুমদার। চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও মানসিক প্রস্তুতির উপর গুরুত্ব দেন তিনি।

দ্বিতীয় পর্বে করপোরেট বিশেষজ্ঞরা প্যানেল আলোচনার মাধ্যমে চাকরির বাজারের পরিবর্তন, ইন্ডাস্ট্রির চাহিদা ও ক্যারিয়ার বিকাশের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল বাশার রুবেল, বিআইপিও সার্ভিস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মো. সাদ্দাম হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এইচআর প্রফেশনাল  মোজাম্মেল হক তুষার, হপলুন বিডি লিমিটেডের পিপল ও কালচার প্রধান মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং শাহারাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা।

বক্তারা শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দেয়া, ক্যারিয়ার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেয়া, বিভিন্ন শিল্প খাতে কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা এবং  শিক্ষার্থীরা স্বনামধন্য করপোরেট ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের প্র‍য়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

তারা বলেন, একজন গ্র্যাজুয়েটের জন্য করপোরেট দুনিয়ায় প্রবেশের আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে প্রতিনিয়ত আপডেট করা এবং বাস্তব অভিজ্ঞতা নেয়া চাকরির প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। একজন সফল প্রফেশনাল হতে হলে শুধু ডিগ্রিই যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, ভালো যোগাযোগ দক্ষতা এবং সঠিক ক্যারিয়ার পরিকল্পনা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন, এই আয়োজন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা পেয়ে অনুপ্রাণিত হয়েছেন।

আয়োজকরা বলেন, ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে অবদান রাখবেন।


সর্বশেষ সংবাদ