তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট
রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট  © সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ ও উৎসাহিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। আশা করছি, তরুণরা এ আয়োজন থেকে দারুণভাবে উপকৃত হবে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।

আইসিটি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনা। বক্তারা স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ প্রক্রিয়া এবং উদ্যোক্তা হয়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে সেরা তিন উদ্ভাবককে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এই সামিট দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ, যা তাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ সময় অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সামিটে শতাধিক উদ্যমী তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ শুধু রাজশাহীতেই নয়, বরং ফেব্রুয়ারি মাসব্যাপী সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। প্রতিটি সামিটে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং অভিজ্ঞ বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence