ঢাবি শিক্ষার্থীদের ট্যুর বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ৯

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের বহনকারী একটি ট্যুর বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী নিয়ে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার ধুমঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

প্রক্টর অফিস ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি আইন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ট্যুরে গিয়েছিলেন। শুক্রবার সকালে ফেরার পথে গ্রিন সেন্টমার্টিন পরিবহনের দু’টি বাসের মাঝে একটি ধুমঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।

এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন। অনেক শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা বিভিন্ন সামগ্রী ও মোবাইল ফোন ভিজে যায়। জোড়ারগঞ্জ থানার পুলিশ সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তারা ক্যাম্পাসে ফিরেছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: গুলশান-১ অবরোধ করে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুর্ঘটনায় ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছিলেন বলে জানতে পেরেছি। তারা সবাই ক্যাম্পাসে ফিরেছেন। এ ঘটনায় মামলা করেছেন তারা।

তিনি বলেন, তাদের এ সফরটি তারা নিজস্ব ব্যবস্থাপনায় গিয়েছিলেন। এটি অফিসিয়াল কোনো ট্যুর ছিল না। বিভাগ বা প্রক্টর অফিসকেও জানায়নি।


সর্বশেষ সংবাদ