ঢাবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৫ জনকে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচজন
ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক পাঁচজন  © ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়ায় পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার গভীর রাতে ঢাবির মল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। শাহবাগ থানার এই কর্মকর্তা বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের কোর্টে পাঠানো হবে।’

 এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন,‘বিষয়টি সম্পর্কে সকালে জেনেছি। ঘটনাস্থলে ছাত্রদলের জোবায়ের ছিল। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

এদিকে জয় বাংলা স্লোগান দেওয়ার পর ছাত্রদলের হাতে ধরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে, ছাত্রদলের এক নেতা অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।


সর্বশেষ সংবাদ