সাত কলেজের চলমান ভর্তি আবেদনের কী হবে, যা বলছে ঢাবি কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ AM

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে বিশ্ববিদ্যালয়টির অধীনে চলমান ভর্তি আবেদন প্রক্রিয়া কীভাবে চলবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষ। দুই উপায়ে এ কার্যক্রম হস্তান্তর হতে পারে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২৮ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। এ নিয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে বিস্তারিত সিদ্ধান্ত আসবে। সেখানে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুই উপায়ে এ কার্যক্রম হস্তান্তর হতে পারে জানিয়ে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এখনই যদি তথ্যসহ সবকিছু তারা চায়, তবে যে অবস্থায় আছে আমরা হস্তান্তর করতে পারব। আবার যদি মনে করে, আবেদন শেষ করে টাকা ও তথ্য স্থানান্তর করবে, সেটাও করা যাবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্লাটফর্মেও তারা ভর্তি কার্যক্রম চালিয়ে নিতে পারবে। তবে সবকিছু মন্ত্রণালয়, ইউজিসিসহ সংশ্লিষ্টদের সিদ্ধান্তের আলোকে হবে।
আরো পড়ুন: আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
সোমবার (২৭ জানুয়ারি) অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের বৈঠকে অধিভুক্তি বাতিলসহ সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে না বলে সিদ্ধান্ত হয়। এর আগেই গত ৬ জানুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে ঢাবির মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলার কথা রয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় ভর্তির নেবে না বলে সিদ্ধান্ত হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গেছে, এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯ জন শিক্ষার্থী। আর ব্যবসায় শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন ৩৯০টি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।