স্থগিত হওয়া রাবির ভর্তি কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা রবিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও জরুরি বিজ্ঞপ্তি দিয়ে তা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। পোষ্য কোটা নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনড় অবস্থান এবং বিজ্ঞপ্তিসংক্রান্ত জটিলতায় এমন অবস্থা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রবিবার (২৬ জানুয়ারি) দুটি মিটিং ডেকেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

মো. কামরুজ্জামান বলেন, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রবিবারের ভর্তি উপকমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটো সভা ডাকা হয়েছে। সকাল ১০টায় ভর্তি উপকমিটির মিটিং অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা হবে। সেখানেই চূড়ান্ত হবে প্রাথমিক আবেদন শুরুর দিনক্ষণ।

আরও পড়ুন: ৮ বছরেও নেই স্থায়ী ক্যাম্পাস, ক্লাস চলছে মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে

গত ৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)-এ উল্লিখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence