ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে সিট পাওয়ার যোগ্য হয়েও সিট সংকটের কারণে যারা থাকার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য অস্থায়ী আবাসন সহায়তা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সহায়তার আওতায় প্রতিটি ছাত্রী মাসে ৩ হাজার টাকা পাবেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য খুব দ্রুতই কোনো সমাধান করতে পারছি না। তবে এরই মধ্যে আমরা অস্থায়ীভাবে আবাসন সুবিধার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এছাড়াও আমরা বাজেটের বাইরে একটা ফান্ড কালেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেবো।
তিনি বলেন, যারা হলে সিট পাওয়ার যোগ্য কিন্তু সংকটের কারণে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমরা মাসিক তিন হাজার টাকা করে আবাসন সুবিধা দেবো। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। হলগুলোতে কারা সিটে থাকতে চায় সেটা জানতে চাওয়া হয়েছে। এটি হাতে পেলে আমরা যাচাই-বাছাই করে কাজ শুরু করে দেবো।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ৩৬ হাজার ৬৭৬ জন। তার মধ্যে ছাত্র ২১ হাজার ৫৪২ জন এবং ছাত্রী ১৫ হাজার ১৩৪ জন।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ওয়েবসাইটের তথ্যমতে, শামসুন নাহার হলে আবাসিক রয়েছেন ১ হাজার ৩৯৮ জন, কবি সুফিয়া কামাল হলে আবাসিক রয়েছেন ১৬০০, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৮৮০ জন এবং রোকেয়া হলে আবাসিক ২ হাজার ৭০০ জন। এর বাইরে বাকি বিশাল সংখ্যক ছাত্রী আবাসিক সুবিধা থেকে বঞ্চিত।