বহিরাগত শিক্ষার্থীর হামলার শিকার জাবি শিক্ষার্থী

হামলার শিকার হওয়া শিক্ষার্থী
হামলার শিকার হওয়া শিক্ষার্থী  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হুসনে মুবারক বহিরাগত এক শিক্ষার্থীর হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছিবগাতুল্লাহ আল ছামি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পিছনে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় অবস্থান করছিলেন। সেখানে তারা দুইজন বহিরাগতকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় হুসনে মুবারক বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাককে ফোনে জানান।

প্রক্টরকে বিষয়টি অবহিত করার কারণে অভিযুক্ত বহিরাগত শিক্ষার্থী হুসনে মুবারকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত অবস্থায় হুসনে মুবারককে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যান। অভিযুক্তের অভিভাবকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম তার থেকে মুচলেকা নেন।

এ বিষয়ে অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ আমরা চাই না। বহিরাগত নিয়ন্ত্রণে আমরা ইতোমধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছি। আজকের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে আমরা আরও কঠোর হব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence