রাবি ক্যাম্পাসে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫টি আবাসিক হলে পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।

আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে দেওয়া পূর্বের নিষেধাজ্ঞা যথারীতি বহাল আছে।

রাবির শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল ও শহীদ হবিবুর রহমান হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি হলের দেয়ালে বিজেপির লোগো এঁকে দেওয়ার কথা বলা হচ্ছে। রবিবার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে এ ঘটনাকে ক্যাম্পাসে দাঙ্গা বা বিশৃঙ্খলা তৈরির উসকানি দেওয়ার অংশ হিসেবে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ঘটনার পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ এনে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলে প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ হারুনর রশিদ বলেন, ‘রাতে আমি বাসায় ছিলাম। আজ সকাল সাড়ে ১০টায় হল কর্মকর্তার মাধ্যমে জানতে পারি হলের মুক্তমঞ্চে এক পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। কে বা কারা পুড়েছে, তা এখনো জানা যায়নি। কোরআন পোড়ানো তো ধর্মীয় অনুভূতিতে আঘাত, উসকানি ও ন্যক্কারজনক ঘটনা। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এর জন্য অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে।’

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমি এখন আমীর আলী হল থেকে ফিরছি। ফিরেই আমরা একটা শৃঙ্খলা মিটিংয়ে বসব। এখন পযর্ন্ত আমার জানামতে এ দুই হল ছাড়া অন্য হলে এ রকম ঘটনার খবর পাইনি। এ বিষয়ে যা যা করণীয় আমরা করব।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ছাত্র-ছাত্রী, কর্মচারী-কর্মকর্তাদের বলেছি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা কিছু করার লাগে আমরা করব। কারণ এটা একটি উসকানি ও গভীর ষড়যন্ত্রমূলক ঘটনা।’

 


সর্বশেষ সংবাদ