পোষ্য কোটা ইস্যুতে রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন— 'পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'মেধাবীদের কান্না, আর না আর না', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো', 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' ইত্যাদি।
সকাল ৯টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। এরপর পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও করেন রাবির উপাচার্য সালেহ হাসান নকীব।
তিনি লিখেন, আজ প্রায় দু'মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটা নিয়ে অস্থিরতা চলছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ একটা সিদ্ধান্ত এসেছে। এতদিন বহু কথা বলার থাকলেও কিছু বলিনি। একটা দায়িত্বশীলতার জায়গা থেকে সব কথা বলা যায় না। তবে আজ কিছু কথা বলতে হচ্ছে। প্রথমে পরিষ্কার করি আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি উপকমিটির সকালে মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়, শিক্ষক এবং কর্মকর্তা যারা কোনো বিচারেই অনগ্রসর শ্রেণিতে পড়েন না, তাদের জন্য আর কোটা সুবিধা থাকছে না।
বুধবার (১ জানুয়ারি) রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানিয়ে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে মাসখানেক ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।