কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল

কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবির দল DUOB-0101
কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবির দল DUOB-0101  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দল DUOB-0101 আইএসসিইএ গ্লোবাল কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ সাপ্লাই চেইন প্রতিযোগিতা। তারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, আইবিএ, আইইউটি এবং জাবিকে পেছনে ফেলে প্রথমে শীর্ষ ছয়টি দলের মধ্যে স্থান পায়। এরপর তারা আইএসসিইএ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ এবং গ্লোবাল চ্যাম্পিয়নশিপ জিতে তাদের উদ্ভাবন, বিশ্লেষণ এবং কৌশলগত দক্ষতার প্রমাণ দিয়েছে।

জানা গেছে, ঢাবির দল DUOB-0101 বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কানাডার চিউ স্কুল অব বিজনেস এবং জার্মান জর্ডানিয়ান বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করেছে। তাদের এ সাফল্য বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক মঞ্চে বড় কিছু অর্জন করতে পারার সম্ভাবনাকে তুলে ধরেছে। দলের সদস্যরা হলেন: মো. ফেরদৌস রহমান রাজন (মার্কেটিং), ফাতিন ইশতিয়াক (মার্কেটিং), নাইমা জিয়া (মার্কেটিং) এবং রাওজা হোসেন (ফাইনান্স)। 

আরো পড়ুন: ২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে

সংশ্লিষ্টরা বলছেন, এ সাফল্য শুধু দলের অধ্যবসায় এবং দক্ষতার ফল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও ব্যবস্থাপনা শিক্ষার ক্ষেত্রেও এটি একটি বড় অর্জন। তাদের এ জয় বৈশ্বিক মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। বিজয়ী দল DUOB-0101-কে প্রাইজমানি হিসেবে ১ হাজার মার্কিন ডলার এবং সম্মানজনক সনদ প্রদান করা হয়েছে। তাদের এ সাফল্য দেশের সব শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence