প্রাথমিক আবেদন শেষ

জবিতে ভর্তি পরীক্ষায় বসতে ইচ্ছুক পৌনে দুই লাখের বেশি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া সময় শেষ হয়েছে। ভর্তির জন্য সকল ইউনিট মিলে মোট  ১ লক্ষ  ৭৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন। 

রবিবার  (১৫ ডিসেম্বর) আবেদনের সময় শেষ হাওয়ার পর তিনি এই তথ্য জানান। আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৮০ হাজারের বেশি।বিজনেস অনুষদে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৫০ হাজারের বেশি। কলা ও সামাজিক বিজ্ঞান  অনুষদে আবেদন জমা পড়েছে ২২ হাজার এর বেশি এবং অন্যান্য অনুষদে আবেদন জমা পড়েছে ২ হাজারের বেশি।

চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারছেন। অর্থাৎ দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজারতম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।
যারা প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন তাদেরকে ৭০০ টাকা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ