জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটি গঠন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৩ PM
দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম এ কমিটি ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪-এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ। তাই ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্যাসিবাদ প্রশ্নে এক হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ মোকাবিলায় ৯টি সংগঠন থেকে ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
সংগঠনগুলো হলো, জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, আধিপত্যবাদবিরোধী মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
লিয়াজোঁ কমিটির সদস্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম, ইসলামী ছাত্রশিবিরের কর্মী রাকিব হোসেন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আবদুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের সংগঠক জাহিদুল ইসলাম বাপ্পী ও জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের কর্মী ইখতিয়ার মাহমুদ।
এ সময় ছাত্রশিবিরের শাখা সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ‘আমি মনে করি আমাদের গণঅভ্যুত্থান এখনও পূর্ণ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের এত দিন পরও ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের বিচার নিশ্চিত ও ফ্যাসিবাদ মোকাবিলায় ক্যাম্পাস এবং জাতীয় পর্যায়ে আমাদের আমাদের এই ঐক্য জরুরি।’
আরও পড়ুন: জাবিতে মতবিনিময় সভায় ছাত্রশিবিরের উপস্থিতি, ছাত্রদল-বামদলগুলোর হট্টগোল
এদিকে আলোচনা সভার শুরুর দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও পরে লিয়াজোঁ কমিটিতে তাদের যুক্ত হওয়ার বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সভা ত্যাগ করেন।
ছাত্রদলের সংগঠক রাফিদউল্লাহ বলেন, ‘এই কমিটিতে শিবির সংশ্লিষ্ঠতার বিষয় নিয়ে আমাদের অভ্যন্তরীণ সভা হবে। আমার লিয়াজোঁ কমিটিতে থাকব কি না, সেটা কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’