হাসিনার পতন উদযাপন, জাবিতে ‘মেজবান-ই-ইনকিলাব’ আয়োজন

আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘মেজবান-ই-ইনকিলাব’
আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘মেজবান-ই-ইনকিলাব’  © সংগৃহীত

স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন উদযাপনের লক্ষ্যে আনন্দ-উৎসব আয়োজিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘মেজবান-ই-ইনকিলাব’। এ উপলক্ষ্যে একটি গরু ও খাসি জবাই করে শিক্ষার্থীরা প্রীতিভোজের ব্যবস্থা করেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এই ভোজের আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় শিক্ষার্থীরা গরু ও খাসি নিয়ে হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলে ফিরে আসে।

শোভাযাত্রায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা স্লোগান দেন, ‘ভাইগা গেছে স্বৈরাচার, সেই খুশিতে আনছি ষাঁড়,’ ‘গরু-খাসি আনছি তাজা, কামালউদ্দিন জাবির রাজা,’ এবং ‘কালকে খাবো গরু-খাসি, কামালউদ্দিন ভালোবাসি।’

সরেজমিনে দেখা যায়, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক অনন্য মিলনমেলা। আড্ডা, গল্প এবং প্রীতিভোজে মেতে উঠেছেন সবাই। শিক্ষার্থীরা জানান, এটি শুধু একটি ভোজন আয়োজন নয় বরং তাদের ঐক্য ও প্রতিবাদের প্রতীক।

আয়োজক কমিটির সদস্য মুজতাহিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের শুধু পড়াশোনার জায়গা নয় বরং ন্যায়বিচার, গণতন্ত্র এবং প্রতিবাদের মঞ্চ। আমরা চাই এই আয়োজন সবাইকে অনুপ্রাণিত করুক এবং আগামী দিনে আমাদের এ ধরনের ঐতিহাসিক মুহূর্তগুলো উদযাপন করার সুযোগ এনে দিক। স্বৈরাচারের পতন শুধু একটি সরকারের বিদায় নয়; এটি আমাদের আশার নতুন সূচনা।


সর্বশেষ সংবাদ