তোমরা শিক্ষিত হয়েছো কিন্তু মানুষ হও নাই: তোফাজ্জলের জানাজায় ইমাম

ঢাবি শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া তোফাজ্জলের জানাজা
ঢাবি শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া তোফাজ্জলের জানাজা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া তোফাজ্জলের জানাজার নামাজ পড়ায় স্থানীয় ইমাম। এসময় জানাজার নামাজের পূর্বে এক বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা শিক্ষিত হয়েছো কিন্তু মানুষ হও নাই।’ এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  শুক্রবার (২০ সেপ্টেম্বর) তোফাজ্জলের নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  

তিনি বলেন, ভাগ্যের নির্মম পরিহাস, ‘বাবা মারা গেল, মা-ও মারা গেল। আমার কাছে বড় আশ্চর্য লাগছে তার মা আর বাবার জানাজা আমিই পড়িয়েছিলাম। কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকেই পড়াতে হবে সে কথা বুজি নাই। ভেবেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরিক হবে।’

আরও পড়ুন: ঢাবির হলে যেভাবে হত্যা করা হয় তোফাজ্জলকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা ইউনিভার্সিটি মানুষ গড়ার কারিগর। আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল। অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি যে গিয়েছিলাম এটার জন্য নিজের কাছে অনেক দুর্বিষহ লাগতেছে। একটা ছেলেকে ঠিক কীভাবে নির্যাতন করলে পায়ের গোশত খসে পড়তে পারে, কীভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে হয় তোমরা শিক্ষিত হয়েছো কিন্তু মানুষ হও নাই।’

‘আমার মনে আছে একসময় ওর বাবা একসময় দূরে চলে গিয়েছিল। ওরা সবসময় দুর্বিষহ জীবনযাপন করতো। আমাদের বাড়িতে বারবার যেত। তোফাজ্জলের জীবনে মনে হয় আর শান্তি হলো না।’

জানাজার পর মা বাবা আর একমাত্র বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তোফাজ্জালকে।


সর্বশেষ সংবাদ