বন্যার্তদের সাহায্যার্থে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ কনসার্ট’

ঢাবিতে জরুরি সংযোগ কনসার্ট
ঢাবিতে জরুরি সংযোগ কনসার্ট  © টিডিসি ফটো

বন্যার্তদের সাহায্যের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংযোগ কনসার্ট চলছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেল রাজু ভাস্কর্যের পাদদেশে এই কনসার্টটি শুরু হয়।

কনসার্টে শিরোনামহীন, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করার কথা রয়েছে। এ ছাড়া বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আরও পড়ুন: পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পূর্বাভাস দেয়নি কোনও পক্ষ

কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে টিএসসিতে মানুষের এই উপস্থিতি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ঔষধসহ জরুরি সেবার নানা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ