শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাবির সব হলে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক অবস্থানের সিদ্ধান্ত

  © সংগৃহীত

হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী সকলকে সহাবস্থানের পরিবেশ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল প্রাধ্যক্ষরা। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাবির সব হলে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক অবস্থানের সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক হলের প্রাধ্যক্ষ। 

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যাতে করে সকল শিক্ষার্থী হলে সহাবস্থান করতে পারে। কেউ যেন কারো থাকতে বাধা প্রদান না করতে পারে সেই পরিবেশ তৈরি করা। যারা আন্দোলনে যাচ্ছে বা যারা বাধা দিচ্ছে সবাই নির্বিঘ্নে যাতে হলে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, আমাদের আরেকটি সিদ্ধান্ত হলো হলে কোনো বহিরাগত এখন থাকতে পারবে না। বহিরাগত চিহ্নিত করে তাকে বের করে দেওয়া হবে। পাশাপাশি হলের কোনো শিক্ষার্থী হলের বাইরে গিয়ে কোনো ধরণের সমস্যার সম্মুখীন হলে তার জন্য হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এছাড়াও হলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারা রাত হলেই অবস্থান করবেন প্রাধ্যক্ষরা বলে জানিয়েছেন অধ্যাপক শাহীন খান।

 

সর্বশেষ সংবাদ