চা দিবসে ঢাবিতে ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২১ মে ২০২৪, ০২:০৬ PM
আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন ২০২৪’ শীর্ষক এ আয়োজন করা হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল), ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনা ইন্টারন্যাশনাল কালচার অ্যাসোসিয়েশন যৌথভাবে এ আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এতে প্রধান অতিথি ছিলেন।
আরো পড়ুন: শেকৃবিতে বিশ্ব মৌমাছি দিবস-২০২৪ উদ্যাপন
চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় আইএমএল’র পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুইসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।