জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েটে পড়াশোনা, আবেদন শেষ ১১ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ১০ মে ২০২৪, ১০:৫৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই। স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য কার্যকর ও আধুনিক ডিপ্লোমা প্রোগ্রাম চালু করে তাঁদের দক্ষ উদ্যোক্তা, নির্বাহী কিংবা ব্যবস্থাপক হিসেবে তৈরি করাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি দক্ষতাভিত্তিক পিজিডি প্রোগ্রামের (তৃতীয় ব্যাচ) ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ ১১ মে। সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের শেষ তারিখ ১৬ মে।
১২টি বিষয় হচ্ছে—
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষতাভিত্তিক পিজিডির আওতায় ১২টি বিষয়ে পড়া যাবে। এগুলো হলো ভাষা (ইংরেজি ও আরবি), এন্ট্রাপ্রেনিউরশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডেটা অ্যানালিটিকস এবং ফার্মিং টেকনোলজি।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগের নম্বর: ০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩, ০১৬৭৩৮৩৬০৯৪।