বর্ষবরণে রাবিতে নেই কোনো আয়োজন, হচ্ছে না মঙ্গল শোভাযাত্রাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এ বছর কোনো অনুষ্ঠান হচ্ছে না। ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ক্যাম্পাস খোলার পর ‘কালবৈশাখী’ নামে একটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

রোববার (১৪ এপ্রিল) রাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এ বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে বসেছিলাম। এখন ক্যাম্পাস ছুটি থাকায় শিক্ষার্থীরা সবাই প্রায় বাড়িতে রয়েছে। আর শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। তাই, সবাই মিলে আলোচনা করে এ বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পহেলা বৈশাখের অনুষ্ঠানের পরিবর্তে ‘কালবৈশাখী’ নামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পহেলা বৈশাখে সাধারণত প্রতিবছর সারাদেশের মতো রাজশাহী (রাবি) বিশ্ববিদ্যালয়েও মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ বছর ঈদুল ফিতরসহ কয়েকটি জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্যাম্পাস বন্ধ। ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছেন।

 

সর্বশেষ সংবাদ