এসএসিসিজেডিইউ এর নেতৃত্বে আবিরুল ও সৌরভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
স্টুডেন্ট এসোসিয়েশন অব ক্যান্টনমেন্ট কলেজ যশোর, ঢাকা বিশ্ববিদ্যালয় (এসএসিসিজেডিইউ) সংগঠনের নতুন কমিটিতে সভাপতি পদে মো: আবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো: সৌরভ হাসানকে মনোনিত করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) তাদের এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সভাপতি মো: আবিরুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মো: সৌরভ হাসান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ৩য় বর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত সভাপতি মোঃ আবিরুল ইসলাম বলেন, এসএসিসিজেডিইউ হলো দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস ভিত্তিক সামাজিক কলেজসংগঠন। আমি আবিরুল ইসলাম, এসএসিসিজেডিইউ ২০২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনিত হয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেইসাথে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমেই ফিরিয়ে দিবো বলে আশ্বস্ত করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সৌরভ হাসান বলেন, এসএসিসিজেডিইউ হলো কন্টনমেন্ট কলেজ যশোর থোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সংগঠন এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আঞ্চলিক কলেজ সংগঠন। এই সংগঠন আমার শিকড়ের সাথে সাথে মিশে থাকা সংগঠন। বরাবর যে সংগঠনের সদস্য হওয়ার স্বপ্ন দেখেছি আজ সেই সংগঠন আমাকে অত্যন্ত আপন করে নিয়েছে। দেশ বরেণ্য প্রশাসনিক, দাপ্তরিক সরকারি বেসরকারি কমর্জীবী পুর্বসূরীদের উত্তরসূরী হতে পেরে গর্ব অনুভব করছি। আগামী ১ বছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব পেয়েছি৷ কিছু প্রাপ্তি স্মৃতির ডায়েরি কে প্রচন্ড রকম সমৃদ্ধ করে। আমার ভালোবাসার সংগঠনের যেকোনো দায়িত্ব পালন করতে ভীষণ তৃপ্তি অনুভব করি। ভালোবেসে ভালোবাসার সংগঠন কে এগিয়ে নিতে সদা সচেষ্ট থাকবো৷ ধন্যবাদ, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক মেহেদী ভাই এবং হাসনাইন ভাই আমার উপর ভরসা রেখেছেন। সংগঠনের সকল সাবেক বর্তমান সদস্যদের প্রতি আবার ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, এসএসিসিজেডিইউ এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, রাষ্ট্রচিন্তা, ভ্রাতৃত্ব ও প্রগতির আদর্শকে ছড়িয়ে দেয়ার মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কলেজের মর্যাদাকে সমুন্নত করা। শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এসএসিসিজেডিইউ নিয়মিত বিষয়ভিত্তিক, দেশীয় ও আন্তর্জাতিক মৌলিক ও সাম্প্রতিক বিষয়াবলির উপর আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সদস্যগণ একাডেমিক, হল ও সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যেকোন সমস্যা সমাধানে একে অপরের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে এসএসিসিজেডিইউ পরিবারের ভ্রাতৃত্বের বন্ধনকে উত্তোরত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টায় বদ্ধপরিকর।
ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে মূলত সংগঠন পরিচালিত হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এসএসিসিজেডিইউ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক, জ্ঞানচর্চামূলক, অলাভজনক, শিক্ষামূলক এবং সেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য, সারাদেশ জুড়ে অসংখ্য দেশ বরেণ্য উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা রয়েছেন তারমধ্যে উল্লেখযোগ্য, মো: মনিরুজ্জামান, কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।