ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০

ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০
ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ১০  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের পর আবারো সংঘর্ষে জড়িয়েছে তারা। গ্রুপ দুটি হলো- সিএফসি ও সিক্সটি নাইন। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।  

জানা গেছে, সিএফসি উপগ্রুপের এক কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের কয়েকজন। এ থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সরেজমিনে দেখা যায়, সিএফসি শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়। এ সময় রাস্তার মাঝে টেবিল রেখে ইটপাটকেল ছুঁড়তে থাকে নেতাকর্মীরা।

এ বিষয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, সন্ধ্যার পরে আমানত হলের এক ছাত্রকে মারধর করে শাহজালাল হলের কিছু  ছাত্র। এরপর থেকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। আমরা পরিস্থিতি সামাল দিতে হলে প্রবেশের চেষ্টা করেছি। কিন্তু ছাত্রদের বাধার সম্মুখীন হয়ে প্রবেশ করতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।


সর্বশেষ সংবাদ