ঢাবির প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ, জিপিএ ২.৫ হলেই আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনালস মাস্টার্সের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বছর মেয়াদী এই কোর্সের নাম প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। আবেদনের শেষ সময় ১১ জানুয়ারি ২০২৪।
ভর্তির যোগ্যতা
* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
* সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২ দশমিক ৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না।
* গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (কক্ষ নং-১০২০) প্রোগ্রাম অফিসে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভাগের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম যথাযথভাবে পূরণ করে সকল পরীক্ষা পাশের মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।
আরও পড়ুন: ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি, জিপিএ ২.৫ হলেই আবেদন
ভর্তি ফি
সঠিকভাবে পূরণ করা ভর্তি ফরম ও নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষার সময়
আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।