রাবির সিন্ডিকেট নির্বাচনে সাদা প্যানেলের ভরাডুবি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের গ্রুপ সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে।
নির্বাচনে প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ৫টি পদের মধ্যে একটিতেও সাদা প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়নি। সকল পদে সদস্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)।
এবারের সিন্ডিকেট সদস্যরা হলেন প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে এ. কে. এম. মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খন্দকার খালিদ বিন ফেরদৌস, সহকারী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম, প্রভাষক পদে পদার্থবিজ্ঞান বিভাগের মো. রিজু খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।