জাবিতে মধ্যরাতে হল অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভরত আন্দোলনকারীরা
বিক্ষোভরত আন্দোলনকারীরা  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের অভ্যন্তরীণ উন্নয়ন কাজে উদ্যোগ না নেয়াসহ হল সংলগ্ন রাস্তা সংস্কারে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে হল প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডুর পদত্যাগের দাবি করে হল অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হল সংলগ্ন সড়কে মানববন্ধন শেষে দুইদিনের আল্টিমেটাম দিয়ে হল অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচীতে প্রায় একশত শিক্ষার্থীর উপস্থিতিতে ‘একদফা এক দাবি, প্রভোস্ট তুই কখন যাবি, আমাদের দাবি মানতে হবে, সমস্যার সমাধান করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরো পড়ুন : জাবির আবাসিক হলে আগ্নেয়াস্ত্র, ছাত্র ইউনিয়নের উদ্বেগ

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আগামী দুই দিনের ভেতর হল প্রভোস্টের পদত্যাগ করা এবং হলের সকল সমস্যা সমাধান কর। 

বিক্ষোভ সমাবেশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৌভিক বলেন, "একটি হলের যে যে সুযোগ সুবিধা থাকার কথা আমরা সে সুযোগ সুবিধা পাচ্ছিনা। আমাদের হলের পয়:নিষ্কাশন ব্যবস্থা ভালো না, হলে সামনে পানি জমাট জমে থাকে, সিয়াম চত্ত্বরে পানির কারণে বসা যায় না, খেলার মাঠের অবস্থা ভালো না, বিদ্যুতের সমস্যা। এত সমস্যা থাকায় আমরা পড়াশুনায় মন বসাতে পারছি না। এ প্রভোস্ট এতদিন ধরে দায়িত্ব পালন করেছে হলের উন্নয়নে কোন কাজ করেনি। আমরা এই প্রভোস্টের পদত্যাগ চাই।"

এসময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সাঈম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ নানা দাবি জানিয়ে আসলেও হল প্রশাসন তাতে কোন ভ্রুক্ষেপ করছেন না। গত রমজানে আমাদের হলের ‘বি-ব্লক’ এর একটা ওয়াশরুমের পাইপ ফেটে যায়। এতে ওই জায়গায় চলাচল করার মতো অবস্থা থাকে না ও অনবরত দুর্গন্ধ ছড়ায়। আমি তিনবার অভিযোগ দেয়ার পরেও এর যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, ‘আমি সমস্যাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবগত করেছি। কিন্তু কর্তৃপক্ষ সেখান থেকে বাজেট দেয়নি। তাই হলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছি না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence