জিনাত বরকতুল্লাহর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি: ঢাবি উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ PM
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও বরেণ্য অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ’র মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জিনাত বরকতুল্লাহ ছিলেন দেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী এ শিল্পী দেশের নৃত্যশিল্পের বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে অসাধারণ অবদান রেখেছেন। নৃত্যশিল্পীর পাশাপাশি তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গুণী এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
আরো পড়ুন: বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার খুদে শিক্ষার্থী সিমর
তিনি আরো বলেন, এদেশের নৃত্য শিল্পের উন্নয়ন ও বিকাশে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, জিনাত বরকতুল্লাহ আজ বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।