সাড়ে তিন বছরে একটি নিয়োগও দিতে দেয়নি ইউজিসি: চবি ভিসি

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোকবল নিয়োগ দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতি অনুরোধ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেছেন, সাড়ে তিন বছরে বিশ্ববিদ্যালয়ে একটা লোকও নিয়োগ দিতে দেয়নি ইউজিসি। তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমাদের হলগুলো সব খোলা। ইউজিসি সদস্য ড. সাজ্জাদ হোসেনের মাধ্যমে ইউজিসিকে জানাচ্ছি আমাদের লোকবলগুলো দিয়ে দিতে। 

আজ শনিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, অনেক কষ্ট করে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলেছি, আরও তিনটি হল আমরা খুলবো। আমাদের প্রত্যেক হলে লোকবলের অভাব আছে। আমাদের হলগুলো ঠিকমতো চালাতে কিংবা বিভাগগুলো চালানোর মত লোকবল নেই। ড. সাজ্জাদ হোসেনের মাধ্যমে আজ জোর দাবি জানাচ্ছি। আশা করি, তিনি আমাদের সহযোগিতা করলে এটা তাড়াতাড়ি সমাধান হবে। তিনি চাইলেই পারেন।

আবাসিক শিক্ষক আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড.সাজ্জাদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহযোগী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন।


সর্বশেষ সংবাদ