চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইন্টারনেট-পানি সমস্যাসহ চার দাবিতে হল কর্মকর্তাদের তালাবদ্ধ করল শিক্ষার্থীরা
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ০৫:২৯ PM
দীর্ঘদিন ধরে হলে ইন্টারনেট না থাকা, পানির সংকটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা কর্মকর্তাদের জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় এবার তাদের কক্ষে রেখেই বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছে। এসময় হলের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ হোসেন এবং শামসুল হক ও হল সহকারীসহ মোট ৬ জন কর্মকর্তা তাদের কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর হল প্রভোস্টের প্রতিনিধি দুজন শিক্ষক এসে অবরুদ্ধদের উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে এমন কাজ করেছেন বলে জানিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে হলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মাঠে বহিরাগতদের আনাগোনা বন্ধ করার মতো দাবিও। অবশ্য অবরুদ্ধ করার ২ ঘণ্টা পর দুপুর ২টার দিকে অবরুদ্ধ কর্মকর্তাদের রুমের তালা খুলে দেওয়া হয়েছে।
লোক প্রশাসন বিভাগের জুনায়েদ বলেন, হল প্রভোস্ট আমাদের বিভিন্ন আইন এবং নৈতিকতা দেখিয়ে দেখিয়ে মুলা ঝুলিয়ে রেখেছেন। আমাদের সমস্যা নিয়ে তার কোনো আন্তরিক পদক্ষেপ নাই। সমস্যা নিয়ে গেলে উল্টো আমাদের বিভিন্ন সমস্যা খুঁজে বের করে মূল বিষয় এড়িয়ে চলে যান।
এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, হলের ওয়াইফাই যে সমস্যা, এই সমস্যা অন্যান্য হলেও ছিল। সেখানে সমাধান হলেও আমাদের হলের ইন্টারনেট সমস্যার সমাধান হয়নি। পানির সমস্যা নিয়ে আমরা বারবার বলেছি, প্রভোস্ট স্যারকেও জানিয়েছি তবে সমাধান পাইনি। শেষে আমরা তালা দিতে বাধ্য হয়েছি, যাতে আমাদের দাবিগুলো তাঁরা নজরে নেন।
আন্দোলনরত ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এইচ টি ইমাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমাদের পানির সমস্যা, শৌচাগারের সমস্যা, অনেকের কক্ষে দেয়াল বেয়ে পানি পড়ে। আমাদের মাঠে হলের ছেলেরা খেলতে পারে না, বহিরাগতদের দখলে থাকে মাঠ। হলের ওয়াইফাই সংযোগে অনেক সমস্যা। এখনো এসব সমস্যার সমাধান হয়নি।
এ নিয়ে আলাওল হলের সহকারী মো. জয়নাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে হল অফিসে তালা লাগিয়ে দেন। সেখানে আমরা ৬ জন উপস্থিত ছিলাম। প্রভোস্ট স্যার জরুরি মিটিংয়ে ছিলেন। তিনি দুজন প্রতিনিধি শিক্ষক পাঠিয়েছেন। তারা দুপুর ২টার দিকে তালা খুলে দেন। এরপর আমরা সেখান থেকে বের হওয়ার সুযোগ পেয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটি সেলের সঙ্গে কথা হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুই দিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।